প্রতিনিয়ত মহাকাশে চলছে নানা রকম ঘটনা। চাঁদের পাশে এক সারিতে আসতে চলেছে মহাকাশের পাঁচটি গ্রহ। আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য খালি চোখে দেখতে পান না সাধারণ মানুষ। তবে এক্ষেত্রে সেই সমস্যা নেই। পাঁচটা গ্রহের একই সরলরেখায় অবস্থান এবার খালি চোখেই স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন।
একই সরলরেখায় আসবে পাঁচটি গ্রহ। চলতি মাসেই অর্থাৎ এই জুন মাসেই দেখা যাবে এই বিরল দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, খালি চোখেই এই দৃশ্য দেখতে পাবেন আগ্রহীরা। জানা গেছে এই পাঁচটি গ্রহই সূর্যের থেকে যেভাবে স্বাভাবিক নিয়মে বিন্যস্ত থাকে সেভাবেই থাকবে।
বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি- এই পাঁচটি গ্রহ একই সরলরেখায় আসবে। এই পাঁচটি গ্রহের এক সরলরেখায় অবস্থান খালি চোখেই দেখা যাবে পূর্ব দিগন্তের কাছে। সূর্যোদয়ের ঠিক আগেই এই দৃশ্য দেখা যাবে। কারণ তারপর ক্রমশ এই বিরল দৃশ্য অস্পষ্ট, ফিকে হতে শুরু করবে।