এক কালে একটি চওড়া পাড়ের সাদা শাড়ি কিনে শ্বশুরবাড়ি চলে গেলেই হত। ষষ্ঠীর পাখার বাতাস, আম-লিচু, তার পর ভরপুর আহার।
ব্যস জামাইষষ্ঠী জমজমাট।কিন্তু এখন শাশুড়িরাও যে আর সে রকম নেই। জিন্স কিংবা ড্রেস পরেন। ষষ্ঠীতে জামাইকে নতুন কায়দার রেস্তঁরায় নিমন্ত্রণ করেন। কখনও চাইনিজ, কখনও বা মোঘলাই খাওয়ান। জামাইরাও কি পিছিয়ে পড়বেন নাকি? মানানসই উপহারও তো দেবেন আধুনিকা শাশুড়িমাকে।