নানা চ্যালেঞ্জের মুখে স্মার্টফোন বাজার নাজুক পরিস্থিতিতে পড়ার খবর উঠে এসেছে ‘ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)’র এক গবেষণায়।
টানা তিন প্রান্তিক ধরে নিম্নমুখী হচ্ছে স্মার্টফোনের বাজার; সরবরাহ ও চাহিদা উভয় ক্ষেত্রেই সৃষ্টি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ।
এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষক সংস্থাটির ধারণা, ২০২২ সালে স্মার্টফোনের সরবরাহ ৩.৫ শতাংশ কমে ১৩১ কোটিতে এসে ঠেকবে।
আইডিসি অবশ্য একে স্বল্পমেয়াদী ধাক্কা হিসেবে বিবেচনা করছে। স্মার্টফোন বাজার বিদ্যমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে এবং ২০২৬ নাগাদ স্মার্টফোনের বাজার বৃদ্ধির হার ১.৯ শতাংশ হবে বলে আশা করছে সংস্থাটি।