হলিউড তারকা জনি ডেপ যুক্তরাজ্যের আদালতে ‘সান’ পত্রিকায় বিরুদ্ধে মানহানির মামলা করে হেরে গিয়েছিলেন ২০০০ সালে। দুই দশক পর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে একই ধরনের একটি মামলায় তিনি জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের আদালতে।
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের এই মামলা হালের আলোচিত বিষয়; গত বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত রায় দিয়েছে, যাতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সংবাদপত্রে নিবন্ধে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে তার মানহানি ঘটিয়েছেন অ্যাম্বার হার্ড।
সাত সপ্তাহ ধরে চলা এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ২৭ মে। ওই শুনানিতে ১০০ ঘণ্টার বেশি সময় ব্যয় হয় আদালতের।
কাঠগড়ায় দাঁড়িয়ে বরাবরই জনি ডেপের চালান শারিরীক নির্যাতনের বর্ণনা দিয়ে গেছেন ৩৬ বছর বয়সীহোর্ড। আর ৫৮ বছর বয়সী জনি ডেপ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শুরু থেকেই।