সৌন্দর্যচর্চার উপকরণ হিসেবে গোলাপজলের ব্যবহার আদি অকৃত্রিম। গরমে নিমেষে ত্বক তরতাজা হয় উঠতে পারে গোলাপজলের স্পর্শে। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার হয়ে আসছে।
ফেস মাস্কের উপাদান, টোনার বা ফেস মিস্ট হিসেবে গোলাপজল ত্বককে স্নিগ্ধ, আর্দ্র ও সতেজ রাখে। ত্বকচর্চায় কীভাবে ব্যবহার করবেন গোলাপজল জানালেন নাহার সুলতানা।
গোলাপজলের ব্যবহার মুখে ঘরোয়া ফেসপ্যাক লাগানোর আগে তুলোয় করে গোলাপজল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। তবে ত্বক আগে থেকে পরিষ্কার করে নিবেন।
মুখে গোলাপজল লাগানোর পরে ফেসপ্যাক লাগান। এতে ফেসপ্যাকের কার্যকারিতা বাড়বে, গোলাপজলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক আর্দ্র ও সতেজ রাখবে।