ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র। একজন রাজনৈতিক কর্মীর ধাপে ধাপে ওপরে ওঠার সিঁড়ি এটা। কিন্তু বিএনপিতে ঘটছে এর উল্টো ঘটনা। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়ে গাজীপুর জেলা বিএনপির সভাপতি হলেন ফজলুল হক। জানা গেছে, একই পথে এগোচ্ছেন আরও বেশ কয়েকজন নেতা।
সাম্প্রতিক সময়ে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসা দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির, প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েও এসব কমিটির নেতৃত্বে এসেছেন। এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির পদে থাকতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়েছিলেন শাহাদাত হোসেন। তাঁদের মতো আরও অনেক নেতা এই তালিকায় রয়েছেন।
তবে বর্তমানে এ নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ফজলুল হক। দলের ভেতর-বাইরে নানা প্রতিক্রিয়া—ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সিঁড়ি বেয়ে মূল দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ার পর কেন তিনি স্থানীয় রাজনীতিতে আসন গাড়ার সিদ্ধান্ত নিলেন? প্রশ্ন উঠছে, বিএনপির বড় নেতারা কেন ছোট হতে চাইছেন?