দশম শ্রেণির এক ছাত্রীকে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার নামে শ্লীলতাহানির অভিযোগে মুয়াজ্জিন মো. আশিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বৃহস্পতিবার (২ জুন) রাত ১০টার দিকে ওই মুয়াজ্জিনকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মো. খাইরুল ইসলাম।
আশিকুল ইসলাম পূর্ব মাদারবাড়ি হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন বলে জানিয়েছে পুলিশ। ওসি জানান, কিশোরী পূর্ব মাদারবাড়ি এলাকায় থাকেন। নগরীর একটি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরেও মেয়েকে সুস্থ করতে না পেরে অস্থির ছিলেন বাবা মা। কিশোরীর বাবা স্থানীয়দের কাছ থেকে খবর পান হাজি নসু মালুম মসজিদের মুয়াজ্জিন মো. আশিকুল ইসলাম ঝাড়-ফুকের কাজ করেন। খবর পেয়ে কিশোরীর বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় মুয়াজ্জিনকে বাসায় ডেকে নেন।