সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বোলিং কৌশল কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলের ডাগআউটে থাকবেন সাবেক এই পেসার।
সম্প্রতি এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘এই সিরিজ চলাকালে মালিঙ্গা শ্রীলঙ্কান বোলারদের কৌশলগত ও টেকনিক্যাল জ্ঞান দিয়ে ও মাঠে সেটার প্রতিফলন ঘটাতে সাহায্য করবে।’