এবার দাম বাড়ার তালিকায় অ্যাংকর ডাল

সমকাল প্রকাশিত: ০২ জুন ২০২২, ১২:১৮

কয়েক দিন ধরেই বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়ছে। গত ১০-১৫ দিনে মসুর ডালের দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এবার এই মিছিলে শামিল হয়েছে অ্যাংকর ডাল। গত দুই সপ্তাহে কেজিতে এর দাম বেড়েছে ১০ টাকা।


গতকাল রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও তেজকুনিপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। অথচ সপ্তাহ দুয়েক আগেও এই ডালের কেজি কেনা যেত ৬০ থেকে ৬৫ টাকায়।


মুগডালের দামও বেড়েছে পাঁচ টাকা। আগে প্রতি কেজি মুগডাল পাওয়া যেত ১৩০ থেকে ১৩৫ টাকায়। এখন কিনতে খরচ পড়বে ১৩৫ থেকে ১৪০ টাকা। দেশি মসুর ডালের দাম বেড়ে কয়েক দিন ধরেই ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us