ইতালিকে উড়িয়ে লা ফাইনালিসিমার শিরোপা আর্জেন্টিনার

ডেইলি স্টার প্রকাশিত: ০২ জুন ২০২২, ০৯:০৩

রক্ষণ জমাট রেখে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল আর্জেন্টিনা। মাঝে অল্প কিছু সময় নিজেরা পরীক্ষা দিলেও আক্রমণের পর আক্রমণে তার ব্যতিব্যস্ত রাখল ইতালিকে। লিওনেল মেসি-লাউতারো মার্তিনেজ-আনহেল দি মারিয়ারা উপহার দিলেন নজরকাড়া নৈপুণ্য। তাতে ২০২২ সালের লা ফাইনালিসিমার শিরোপা নিজেদের করে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা।


বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ইউরোর শিরোপাধারী ইতালিকে। প্রথমার্ধে তাদের পক্ষে লক্ষ্যভেদ করেন লাউতারো ও দি মারিয়া। শেষদিকে বদলি নামা পাওলো দিবালা বাড়ান জয়ের ব্যবধান।


ম্যাচের ৫৬ শতাংশ সময়ে বল পায়ে রেখে গোলমুখে ১৭টি শট নেয় দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্যে লক্ষ্যে ছিল নয়টি। অন্যদিকে, কাতার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সাতটি শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us