ময়নাতদন্তের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হল কেকের দেহ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০১ জুন ২০২২, ১১:৫৫

ময়নাতদন্তের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হল গায়ক কৃষ্ণকুমার কুন্নথের দেহ। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কেকের মৃত্যুর খবর পেয়ে সকালেই একবালপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন তাঁর স্ত্রী জ্যোতি এবং ছেলে নকুল। এ ছাড়াও সকাল থেকে কয়েক জন হাসপাতালে গিয়েছিলেন। তাঁর মধ্যে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ঊষা উত্থুপ।


মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ বোধ করেন কেকে। তার পর তাঁকে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।যে উত্তেজনা, যে ভিড় গায়ক কৃষ্ণকুমার কুন্নথের ওরফে কেকের অনুষ্ঠানে দেখা গিয়েছিল, তাঁর মৃত্যুতে যেন আচমকাই সব থমকে গিয়েছে। হাসপাতালের বাইরে গুটি কয়েক কেকের অনুগামীদের দেখা গিয়েছে। তাঁদের প্রিয় গায়কের মৃত্যুকে সকলেই শোকস্তব্ধ। হাসপাতাল চত্বরে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us