ছিনতাইকারীদের প্রধান টার্গেট থাকে পথচারীদের মোবাইল ফোন বলে জানিয়েছে র্যাব। এই চক্রটি এসব মোবাইল স্বল্পদামে চোরাই মোবাইল কারবারিদের কাছে বিক্রি করে থাকে। র্যাবের ভাষ্যমতে, এসব মোবাইল স্বল্প আয়ের গ্রাহকদের কাছে বিক্রি করে থাকে।
রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ এলাকা থেকে মোবাইল চোর চক্রের ১৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ সময়ে তাদের কাছ থেকে সাতটি ট্যাব, ২৪২টি টাচ মোবাইল, ৩৯০টি বাটন মোবাইল, একটি আইপ্যাড, ২৪ টি সিমকার্ড ও নগদ ৩৩ হাজার ৯৫২ টাকা উদ্ধার করা হয়।