এক দায়িত্ব নিয়ে দুই সংস্থার টানাটানি

আজকের পত্রিকা প্রকাশিত: ৩১ মে ২০২২, ১৪:৫০

খাদ্যদ্রব্যের মান প্রণয়ন ও সনদ দেওয়ার দায়িত্ব নিতে চায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। যদিও ৪৭ বছর ধরে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ দায়িত্ব পালন করছে। কোন সংস্থাকে এ দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাওয়া হয়েছে। এরই মধ্যে এ নিয়ে আন্তমন্ত্রণালয় আইনগত বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন এবং কয়েকটি সভাও অনুষ্ঠিত হয়েছে।


সূত্র জানায়, গত ১০ এপ্রিল আন্তমন্ত্রণালয় আইনগত বিরোধ নিষ্পত্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মান প্রণয়নকারী প্রতিষ্ঠান কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের ফোকাল পয়েন্ট কে হবে, তা নির্ধারণে সভা অনুষ্ঠিত হয়। সভার প্রস্তাব অনুযায়ী কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের ফোকাল পয়েন্ট নির্ধারণ, খাদ্যসামগ্রীর মান নির্ধারণের দায়িত্ব বিএসটিআইয়ের পরিবর্তে বিএফএসএর ওপর ন্যস্তকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মতামতের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us