ছবির কাজে ভারতের ইন্দোরে গিয়েছিলেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। সঙ্গে ছিলেন প্রযোজক বন্ধু সন্তোষ গুপ্ত। এ শহর তার জন্য নতুন। যা দেখছিলেন তাতেই বিভোর হয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। বিশেষ রাস্তার ধারের খাবার দোকানগুলো দেখে। কথায় কথায় সঙ্গের বন্ধুও বলেছিলেন, এখানকার এক দোকানের ফুচকা ও চাট বিখ্যাত। এ কথা শুনে কাজের ফাঁকে গাড়ি নিয়ে সোজা ফুচকার সন্ধানে নেমে পড়েন।
ফুচকা বিক্রেতার হাত চলছিল ম্যাজিকের মতো। একটা ফুচকা মুখে দিতে না দিতেই চোখ বুজে আসে কাম্যার। সুস্বাদু ফুচকা কতগুলো যে খেয়ে ফেলেন, হিসেব নেই। জায়গাটাও এত পছন্দ হয়েছিল ততক্ষণে যে ফুচকা খেয়েই আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হাতের খামটা কোথায় রেখেছেন সে দিকে আর খেয়াল ছিল না। সেই খামে ছিল এক লাখ টাকা।