মাদক মামলায় ফাসিয়ে দেওয়া হয়েছিল বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি সেই মামলা থেকে তাকে ক্লিনচিট দিয়েছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এই সংস্থারই মুম্বাই শাখার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে অভিযান চালিয়ে গোয়াগামী এক প্রমোদতরী থেকে গ্রেপ্তার করেছিল আরিয়ান ও তার বন্ধুদের।
পরিকল্পনা ছিল, আলিয়ানকে ফাসিয়ে তার ধনকুবের বাবা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা আদায় করা। এমনই অভিযোগ করেছিলেন, মাদক মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী প্রভাকর সাইল। সেই টাকার বড় একটা অংশ সমীর ওয়াংখেড়ে পেতেন বলেও অভিযোগ করেন সাইল।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিবির তরফ থেকে ভিজিল্যান্স তদন্ত করা হয়েছিল। তবে সেই রিপোর্টে উঠে এসেছে, সাইলের অভিযোগের কোনো সারবত্তা নেই। যদিও পুনর্তদন্তের পরে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর রিপোর্টে বলা হয়েছে, আরিয়ানকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এর পেছনে টাকা হাতানোর পরিকল্পনা ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।