You have reached your daily news limit

Please log in to continue


ইনফিনিক্স ‘হট ১২’ গেমিংভক্তদের জন্য পারফেক্ট ডিভাইস

প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সর্বশেষ ‘হট সিরিজ’ সংস্করণ ‘ইনফিনিক্স হট ১২’ বাজারে আসার কিছুদিনের মধ্যেই তরুণদের মধ্যে, বিশেষ করে গেমিং কমিউনিটিতে জোরাল সাড়া ফেলেছে। কাঙিক্ষত এই ডিভাইস ইতোমধ্যে প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং গ্রাহকদের সেরা মানের মোবাইল উপহার দিয়ে প্রতিশ্রুতি পূরণ করেছে ইনফিনিক্স। সাশ্রয়ী মূল্যে এই মোবাইলে পাওয়া যাচ্ছে, দৃষ্টিনন্দন ডিজাইন, টেকসই গঠন, বর্ধিত র‌্যাম প্রযুক্তি, বৃহৎ ইন্টারনাল স্টোরেজ এবং শক্তিশালী ‘মিডিয়াটেক জি৮৫ চিপসেট’- এসব কিছুর মিশেলে এটিকে বলা হচ্ছে নিঃসন্দেহে বাজারের সেরা গেমিং স্মার্টফোন। বিভিন্ন প্ল্যাটফর্মে প্রযুক্তিপ্রেমী ইউটিউবার ও টেক রিভিউয়াররা ‘হট ১২’ স্মার্টফোনের প্রশংসায় মেতেছেন। তারা মোবাইলটির গেমিং ফিচার নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন।

ভারী অ্যাপ ও দীর্ঘসময় ডিভাইসটি ব্যবহারের জন্য রয়েছে শক্তিশালী ‘মিডিয়াটেক জি৮৫’ গেমিং চিপসেট
‘ডুয়েল-কোর’ ফ্ল্যাগশিপ সিপিইউ আর্কিটেকচার সম্বলিত ‘মিডিয়াটেক জি৮৫’ ডিভাইসটির অসাধারণ পারফরম্যান্সে সহায়তা করে; আর তাই ‘হট ১২’ পূর্ববর্তী স্মার্টফোনগুলো থেকে দ্রুত ও কার্যকর ব্যবহার সুবিধা দিতে পারে। এই মোবাইল সেটের মাধ্যমে গেমিংভক্তরা নির্বিঘেœ ‘হাই ফ্রেম’ রেট ও ‘হেভি-ডিউটি গেমিং’ এ অংশ নিতে পারছেন। এছাড়া, ভারী এ মোবাইলে এপ্লিকেশনগুলো লোডিং এও ‘রেসপন্স টাইম’ লাগে কম। স্মার্টফোনের ইন-বিল্ট সফটওয়্যার ‘এরিনা’ ও ‘গেম বুস্টার’ গেমিং এপ্লিকেশনকে একই এরিনায় সংযুক্ত করে গ্রাহকদের অসাধারণ গেমিং অভিজ্ঞতা দিতে পারে। পাশাপাশি গেমার্সরা ‘ডার-লিংক’ এর ব্যবহারের মাধ্যমেও ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা পেয়ে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন