You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ডের বড় বড় শহরে গাইবেন প্রীতম

বাংলাদেশের গায়ক, গীতিকার ও সুরকার প্রীতম আহমেদ ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। গানের পাশাপাশি সেখানে তিনি অভিনয়ও করেন। ইতিমধ্যেই নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্স, অ্যামাজন, সনির মতো আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন। তালিকাভুক্ত হয়েছেন ব্রিটিশ অ্যাক্টর ও পারফর্মার হিসেবে।

তবে গান থেকে সরে যাননি প্রীতম। আর তাই তো সেখানে থেকেই একটি মিউজিক ট্যুর শুরু করতে যাচ্ছেন তিনি। তার এই ট্যুরের নাম নেওয়া হয়েছে ‘অ্যাংলো-বেঙ্গলি মিউজিক ট্যুর!’ আগামী ২৪ জুন এই ট্যুরের প্রথম শো হবে ইংল্যান্ডের বৃটিশ মিউজিক সিনের অন্যতম ভেন্যু লন্ডনের রিচমিক্সে। যেখানে প্রীতমের সঙ্গে বাজাবেন তার ব্যান্ডের সদস্য ডেভিড, ওলি, ক্রিশ, ল্যাকিস ও এনাস্তাশিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন