পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার তড়িঘড়ি করেই তাঁর বহুল আলোচিত ‘হাকিকি আজাদি মার্চ’ কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। এ ঘোষণায় অনেকেই বিস্মিত হন। নির্বাচনের তারিখ ঘোষণায় ক্ষমতাসীন জোটকে ছয় দিনের সময় বেঁধে দিয়েছেন পিটিআই চেয়ারম্যান। অন্যথায় পরবর্তী সময় আরও বেশি লোকজন নিয়ে রাজধানীতে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আজাদি মার্চ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু হঠাৎ তাঁর এই সিদ্ধান্ত পরিবর্তনের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ইমরান খানের এই অবস্থান পরিবর্তন শুধু আকস্মিকই নয়, আরও বেশি কিছু। সরকারের কাছ থেকে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ আদায় না করে তিনি ইসলামাবাদ ছাড়বেন না বলে কয়েক সপ্তাহ ধরে বলে আসছিলেন। শেষ পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে আগের অবস্থান থেকে সরে আসেন পিটিআই চেয়ারম্যান।