রবীন্দ্র-নজরুল নিয়ে মিথ ও মিথ্যার চাষ

জাগো নিউজ ২৪ পুলক ঘটক প্রকাশিত: ২৯ মে ২০২২, ১০:০০

মাত্র দুই মাস আগের একটি ঘটনা। আমার মেয়ে প্রজ্ঞা পারমিতা স্কুল থেকে ফিরে সেদিন হঠাৎ খুব নিবিষ্ট হয়ে গুগল ঘাটছিল। দীর্ঘক্ষণ আমার ল্যাপটপ নিয়ে গুগলে ব্যস্ত, যা সচরাচর করে না। কি হয়েছে জানতে চাওয়ায় প্রথমে বলছিল না। শেষে নিজেই জানতে চাইল,
‘বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর কি কাজী নজরুল ইসলামকে ওষুধ খাইয়ে অসুস্থ বানিয়ে দিয়েছিল?’
কোথায় শুনলে?
-ক্লাসের মিস বলেছেন।
আর কি কি বলেছে?
-তিনি বলেছেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বিশ্বকবি হতেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ষড়যন্ত্র করে হতে দেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের সঙ্গে তার বোনের বিয়ে দিয়েছিল। সেই মহিলার মাধ্যমে ওষুধ দিয়ে নজরুল ইসলামকে অসুস্থ বানিয়ে দেয়।’
জিজ্ঞেস করলাম, ‘কোন টিচার বলেছে?’


মিসের নাম বলল। তার টেলিফোন নাম্বার সংগ্রহ করে কুশলবিনিময়ের পর জিজ্ঞেস করলাম,
‘আপা, আপনি কি আজ ক্লাসে ছাত্রছাত্রীদের রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের জীবন কাহিনি পড়িয়েছেন?’
তিনি বললেন, কথা প্রসঙ্গে আলোচনা করেছি।
কী আলোচনা করেছেন?


কেন ভাই?


আপনি কি বলেছেন, রবীন্দ্রনাথ কাজী নজরুলকে মানসিক অসুস্থ বানিয়ে দিয়েছিলেন, যাতে নজরুল বিশ্বকবি হতে না পারেন?


তিনি অস্বীকার করলেন। কথার একপর্যায়ে বললেন, ‘আমি শুধু বলেছি, রবীন্দ্রনাথ তার বোনের সঙ্গে কাজী নজরুলের বিয়ে দিয়েছিলেন।’


আমি আমার কণ্ঠে সবটুকু বিস্ময়জুড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ‘আপনি এরকম কথা বাচ্চাদের বলেছেন?
তিনি স্বীকার করলেন। আমি অন্তত তিনবার বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলাম ‘আপনি কি এধরনের কথা বলেছেন?’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us