পুঁজিবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিচ্ছে বহুমুখী পদক্ষেপ। এর ফলে দেশের পুঁজিবাজারে সুবাতাস বইবে বলে আশা করা হচ্ছে। তেমন ইঙ্গিতই দিচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন—বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
তিনি বলছেন, দেশের পুঁজিবাজারে বড় কোনো সমস্যা নেই। এই সপ্তাহ থেকেই বাজার ভালো হবে। আর এজন্য বিএসইসি দিন রাত সমানে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড—সিএমএসিএফের সঙ্গে বিএসইসি ও বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকটি লিস্টেড কোম্পানিজ—বিএপিএলসির অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক হয়। এতে জানানো হয়, সংস্থাগুলোর গৃহীত নানা পদক্ষেপের মাধ্যমে বাজারের তারল্য প্রবাহ বৃদ্ধি করে বাজারের ভাবমূর্তি ফেরানো হবে।