ক্যান্সার শব্দটির সঙ্গে জড়িয়ে আছে আতঙ্ক। যদি কেউ এই রোগে আক্রন্ত হন, তবে তার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে মনের জোর। ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি নেয়ার প্রয়োজন হয়।
কেমোথেরাপি চলাকালীন বা শেষ হয়ে যাওয়ার পরে বডি হেয়ার লসের সমস্যা খুব পরিচিত। চুল পড়ে যাওয়া, ভ্রু উঠে যাওয়ার পাশাপাশি ত্বক কালো হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অধিকাংশ রোগী। যদিও এই সমস্যা সাময়িক, তার পরে স্বাভাবিক চুলও তৈরি হয়, ত্বকের রংও ফিরে আসে। মাঝের সময়টুকু আশপাশের তির্যক দৃষ্টি ও মন্তব্য এড়িয়ে মনের জোর রেখে এগোনো দরকার।