তিন লাখের গাউনে লালগালিচায় কেট

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৯:০২

ফ্যাশনের আলাপে ঘুরেফিরেই আসে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের নাম। ফ্যাশনের ক্ষেত্রে শাশুড়ি প্রিন্সেস ডায়ানার উত্তরসূরি হিসেবে তিনি ভালো নম্বরই পাবেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার লন্ডন প্রিমিয়ার হলো। আর সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম। সিনেমাটির প্রধান অভিনেতা টম ক্রুজের হাত ধরে লালগালিচায় হাঁটেন কেট মিডলটন।  


এদিন সমগ্র আলো আর ক্যামেরা তাক করা ছিল মূলত কেট মিডলটনের ওপর। আর কেটও নিরাশ করেননি। ৬১ বছর বয়সী ফরাসি ফ্যাশন ডিজাইনার রোল্যা মুরের ডিজাইন করা অভিজাত এক সাদা–কালো গাউনে দেখা দেন তিনি। সঙ্গে ছিল কালো হিল। গাউনটির দাম ২ হাজার ৭০০ পাউন্ড বা প্রায় তিন লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us