You have reached your daily news limit

Please log in to continue


বরাদ্দের ৮০ কোটি টাকা ফেরত দিচ্ছে সংসদ

মহামারীর কারণে সংসদ অধিবেশনে কার্যদিবস কম থাকার পাশাপাশি কর্মীদের বিদেশ সফর ও প্রশিক্ষণ না হওয়ায় চলতি অর্থবছরে সংসদ সচিবালয়ের বরাদ্দ থেকে প্রায় ৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

বুধবার সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম সভায় চলতি ২০২১-২২ অর্থবছরের ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট কমিয়ে ৩১৬ কোটি ১ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরে সংসদ সচিবালয়ের জন‌্য ৩৪১ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় যা ১ দশমিক ৭২ শতাংশ বেশি।

বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “চলতি অর্থবছরে যে বাজেট ছিল আমরা তার থেকে খরচ কম করেছি। আজকের বৈঠকে চলতি অর্থবছরের জন‌্য ৩১৬ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন