হেলিকপ্টার হয়ে গেল ‘হেলিক্যাম্পার’

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৯:৫১

অনলাইনে পুরোনো একটি হেলিকপ্টার বিক্রি হবে। সেই বিজ্ঞাপন নজরে পড়ে এক দম্পতির। হেলিকপ্টারটি কিনে নেন তাঁরা। তবে সেটি তো আর উড়বে না। তাই আকাশযানটি আমূল বদলে ফেলেন ওই দম্পতি। তাঁদের হাতে হেলিকপ্টারটি হয়ে যায় হেলিক্যাম্পার। অর্থাৎ অবসরে ক্যাম্পিংয়ের কাজে ব্যবহারের জন্য নতুন রূপ দেওয়া হয় সেটিকে।


ঘটনাটি ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকি মরিস ও ম্যাগি মোর্টন দম্পতি। স্থানীয় সময় সোমবার মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানায়, মরিস–মোর্টন দম্পতির আবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায়। দুজনই মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারের পাইলট। তাই এই আকাশযানের প্রতি তাঁদের আলাদা ভালো লাগা রয়েছে।


সম্প্রতি ফ্লোরিডাভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্মে পুরোনো একটি হেলিকপ্টার বিক্রির বিজ্ঞাপন দেখেন মরিস। তবে ইঞ্জিনসহ আস্ত হেলিকপ্টার নয়, সেটি ছিল হেলিকপ্টারের কাঠামো। কিনতে চান সেটি। স্ত্রীকে জানালে তিনিও আগ্রহ দেখান। অবশেষে স্বামী–স্ত্রী মিলে কিনে ফেলেন সেটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us