যেভাবে জানবেন কতটা একরোখা আপনি টেবিলের বাঁ পাশে উল্লেখিত পরিস্থিতিতে আপনার ক্রিয়া-প্রতিক্রিয়া কেমন হবে, সে অনুযায়ী ডান পাশের উপযুক্ত ঘরে পেনসিল দিয়ে গোল দাগ কাটুন। সবশেষে দাগ দেওয়া ঘরগুলোর সব নম্বর যোগ করে মোটের ঘরে লিখুন।
যেভাবে যাচাই করবেন নিজেকে
মোট নম্বর যখন ১৮-৪১
আপনার মধ্যে অন্যের কথা শোনার প্রবনতা আছে। পারস্পরিক সহমর্মিতা আছে। আপনি অন্যের সময় ও কাজকে মূল্যবান মনে করেন। একরোখা ভাবে নিজের ভাবনা বা আদর্শকে অন্যদের ওপর চাপিয়ে দেন না।