‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেইলার নিয়ে অভিনেতা আরিফিন শুভর দাবি করেছিলেন, সেটি অফিশিয়াল ট্রেইলার নয়; তবে তা উড়িয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বললেন, কানে সিনেমার অফিশিয়াল ট্রেইলারই প্রকাশ করা হয়েছে।
কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে বুধবার মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুভর দাবি খারিজ করে দিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মে বর্ণিল আয়োজনে সিনেমার ট্রেইলার প্রকাশের পর সমালোচনার মধ্যে শুভ সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, এটা অফিশিয়াল ট্রেইলার নয়; মূলত কানে প্রচারের জন্য ট্রেইলারটি তাড়াহুড়ো করে বানানো হয়েছে।
শুভর বক্তব্য নিয়ে তুমুল আলোচনার মধ্যে তথ্যমন্ত্রী বলেন, “নো নো, এটি তাড়াহুড়া করে অবশ্যই নয়। এটা অফিশিয়াল ট্রেইলারই। হয়তো আরও ট্রেইলার প্রকাশ হতে পারে। ট্রেইলার এটাই হতে হবে কিংবা এটাই সবসময় থাকবে-তা নয়। এটা অফিশিয়ালি সেখানে প্রকাশ করা হয়েছে।”