স্বপ্নের চারলেন প্রকল্পের কাজ দ্বিতীয় মেয়াদের মধ্যে শেষ করা নিয়ে শংকা দেখা দিয়েছে। এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেন উন্নীতকরণ প্রকল্পে এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি হয়েছে মাত্র ৪৩ ভাগ। সামনে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে কাজ আরও পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ হিসেবে বৃহৎ ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডকে দায়ি করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি থেকে সময় মতো অর্থছাড় ও প্রয়োজনীয় মালামাল না থাকায় মহাসড়কের তিন বড় স্পটে বিগত এক বছর ধরে কোনো কাজ হয়নি। বাকি ছয়টি স্পটে কাজ চলছে ঢিমেতালে। সরেজমিন পরিদর্শন ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মিলেছে এসব তথ্য।