মানসিক স্বাস্থ্যের ওপর মোবাইল ফোনের প্রভাব নির্ণয়ে গবেষণায় নেমেছেন ইউনিভার্সিটি অফ অরিগনের গবেষকরা। এক্ষেত্রে গুগলের ‘হেলথ স্টাডিস’ অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন গবেষকরা।
গুগল ব্লগে প্রকাশিত পোস্টে প্রকল্পের এক জ্যেষ্ঠ গবেষক বলছেন, এটি থেকে আসা ফলাফল ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও ভালো পণ্য ও সেবা নির্মাণে সহযোগিতা করতে পারবে বলে আশা করছেন তারা। ভবিষ্যতে নীতিমালা এবং শিক্ষাব্যবস্থা পরিবর্তনেও এর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
ব্লগ পোস্টে গুগলের অ্যাপ ব্যবহারের কারণও ব্যাখ্যা করেছেন গবেষকরা। গুগলের ‘হেলথ স্টাডিস’ অ্যাপটি থেকে নিয়ন্ত্রিত কৌশলে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পারবেন তারা। এই খাতের আগের গবেষণাগুলোয় তথ্য সংগ্রহের কাজটি ব্যবহারকারীদের হাতেই থাকতো। অনেক ক্ষেত্রেই এভাবে গবেষকদের প্রয়োজন অনুযায়ী মানসম্পন্ন সঠিক তথ্য মিলতো না।