তিন যুগ পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো সিনেমা ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের সিনেমা ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে।
প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এ সিনেমার মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার এই সিনেমা। গান’। প্রয়াত টনি স্কট পরিচালিত সিনেমার ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ গানটি পেয়েছিল অস্কার পুরস্কার।