কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। বহু মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন এই রোগে। আর এই মানুষগুলির অন্যান্য সমস্যার আশঙ্কাও খুবই বেশি। তাই সতর্ক থাকতে হবে।
আসলে কোলেস্টেরল রক্তে থাকা মোম জাতীয় পদার্থ। এই পদার্থ প্রতিটি মানুষের শরীরেই থাকে। কারণ কোলেস্টেরল শরীরের কিছু জরুরি কাজ করে। আসলে কোলেস্টেরল কোষের মেমব্রেন তৈরি করতে পারে। এবার কোষের মেমব্রেন না থাকলে তো জীবিত মানুষ বেঁচেই থাকতে পারবে না। তাই কোলেস্টেরল শরীরে জরুরি। তবে সেই কোলেস্টেরল অনেকটা বেড়ে গেলে অবশ্যই সমস্যার কারণ। সেক্ষেত্রে শরীরের নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে তৈরি থাকতে হবে।