চারটি আইনই গণমাধ্যমের স্বাধীনতার কফিনে পেরেক দেওয়ার মতো: ফখরুল

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২২, ১৫:১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ যে চারটি আইন করেছে, তা গণমাধ্যমের স্বাধীনতার কফিনে পেরেক দেওয়ার মতো।


আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভার সূচনা বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি সমস্যার একটি। সারা বিশ্বই মুক্ত গণমাধ্যমের বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে, বিশেষ করে বাংলাদেশে। বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা যখন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করছি, তখন অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’ তিনি বলেন, যাঁরা স্বাধীনভাবে লিখতে চান, মত প্রকাশ করতে চান, তা তাঁরা করতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us