মজুরি বাড়ানোর দাবিতে তাঁত শ্রমিকদের বিক্ষোভ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২২, ২০:৫৩

নারায়ণগঞ্জে আড়াইহাজারে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন এলাকার তাঁত শ্রমিকরা। শনিবার (২১ মে) দুপুরে তারা গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদারের বাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তাকে না পেয়ে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী এলাকায় অবস্থান নেন। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।


আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো তাদের দায় হয়ে দাঁড়িয়ছে। তাই কারখানার মালিকদের কাছে প্রতিগজ গ্রে কাপড়ে এক টাকা করে মজুরি বৃদ্ধি প্রস্তাব দেয়া হয়েছিল। তাদের এ প্রস্তাব একমত পোষণ করলেও মজুরি না বাড়িয়ে মালিকরা সময়ক্ষেপণ করে চলছেন। তাই তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। দাবি আদায়ে আন্দোলন ছাড়া তারা (শ্রমিকরা) আর কোনো বিকল্প খুঁজে পাচ্ছেন না।


 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us