বাজেট হচ্ছে একটি দেশের পুরো বছরের আয় ব্যয়ের হিসাব নিকাশ। বাজেটের ভালো এবং মন্দ দুটি দিকই আছে। আমাদের দেশে যেটি হয়, বাজেটের সাথে আমরা পলিসিগুলিকে মিলিয়ে গুলিয়ে ফেলি। বাজেটে নতুন করে আয় ব্যায়ের হিসাব নিকাশের বিষয়টি ছাড়া পলিসিগুলি কিন্তু আগে থেকেই থাকে। মূলত পলিসি অনুযায়ী আয় ব্যয়ের সিদ্ধান্তটি এই সময়ে হয়।
কোভিড পরবর্তী সময়ে আমাদের জাতীয় নীতিতে আমাদের উদ্দেশ্যই হচ্ছে দারিদ্র বিমোচন। কোভিডের সময়ে যারা দরিদ্র হয়ে গিয়েছিল, অনেকে হয়তো ফেরত গিয়েছে দরিদ্র অবস্থা থেকে। অনেকে তাদের কর্মসংস্থানে ফেরত যেতে পারেনি, তাদের জন্য কর্মসংস্থানটিতো খুব গুরুত্বপুর্ণ। সেজন্য সরকার কাজে কর্মে বেসরকারি খাতকে যতবেশি উৎসাহিত করা যাবে তত বেশি কাজের সুযোগ তৈরি হবে। কাজেই এবারের বাজেটটি কোভিড রিকভারি বা কোভিডের প্রকোপ থেকে যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটিকে মাথায় রেখে করতে হবে। সে কারণেই স্বল্পকালীন এমপ্লয়মেন্ট জেনারেশন, বিশেষ করে অতি দরিদ্র মানুষের জন্য সরকারের যে কর্মসূচি থাকে, সেগুলিতে বরাদ্দ দিতে হবে। শহর ও গ্রাম উভয়ক্ষেত্রেই এটি দিতে হবে।