মইয়ের কত রূপ

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ মে ২০২২, ১৭:১৩

মই চেনেন না বা তার ব্যবহার জানেন না তেমন মানুষ সম্ভবত খুঁজে পাওয়া কঠিন। বহু কাজের কাজি এই মই যখন পড়ে যায় বাতিলের খাতায়, তখন এর পরিণতি নিয়ে আর একবার ভাবা যেতেই পারে। পুরোনো মই দিয়ে অনেক কিছুই করা যায়, যা বাসাবাড়িতে আনে ভিন্নমাত্রা।


কাপড়ের আলনা
পাশাপাশি কাঠের দুটো মই মাপমতো জায়গা রেখে একই সমান্তরালে দাঁড় করিয়ে লম্বা একটা কাঠের টুকরো দিয়ে আটকে নিতে হবে। তারপর নিচের দিকটাও আর একটি চওড়া কিংবা সরু কাঠ দিয়ে আটকে নিতে হবে, যাতে মইটি ঠিকঠাক ভারসাম্য বজায় রাখতে পারে। এবার চাইলে এটাকে মনের মতো রং করে নিলেই দাঁড়িয়ে যাবে একটি নতুন কাপড়ের আলনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us