বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধি প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বর্তমান দর ইউনিট প্রতি ৫ দশমিক ১৭ টাকা থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫৮ টাকা করার প্রস্তাব করেছে।
বিপিডিবির এই প্রস্তাব গ্যাসের বর্তমান দর বিবেচনায়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম ১০০ শতাংশ বৃদ্ধি হলে ৯ দশমিক ১৪ টাকা এবং ১২৫ শতাংশ হারে বৃদ্ধি পেলে ৯ দশমিক ২৭ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে বিইআরসি'র কারিগরি কমিটি ভর্তুকি ছাড়া ৮ দশমিক ১৬ টাকা করার মতামত দিয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রথমে বিপিডিবি তাদের প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরবে। এরপর বিইআরসি কারিগরি কমিটি তাদের সারসংক্ষেপ উত্থাপন করবে। এরপর শুরু হবে উন্মুক্ত শুনানি পর্ব।