দিনভর নাটকীয়তার পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান। তিনি আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ভাই।
গতকাল মঙ্গলবার শেষ সময়ে এসে রিটার্নিং অফিসারের কাছে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন শিক্ষক জসিম উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ইমরান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের মাঠে নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্নেষকরা।
গতকাল ছিল কুমিল্লা সিটি করপোরেশন, ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এদিকে, শেষ দিনে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে তাঁর ছোট ভাই মো. কাইমুল হক রিংকু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দীন কায়সার মনোনয়নপত্র জমা দেন।