তিন গুণ ভাড়া দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক

সমকাল প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৮:২১

যেন আরব্য রজনির আলাদিনের চেরাগ। প্রদীপ ঘষা দিলেই দৈত্য বেরিয়ে এসে পূরণ করছে মনের ইচ্ছা। বাস্তবেও ইচ্ছা পূরণের এমন ঘটনা ঘটেছে। প্রিমিয়ার ব্যাংকের দুটি শাখায় তাদের কাছে ভবন মালিক যে ভাড়া চাইছেন, তা-ই মিলছে। প্রচলিত দর, আশপাশের ভবনের ভাড়ার হার কোনো কিছুই বিবেচ্য হয় না। মিলে যায় দ্বিগুণ-তিন গুণ দরে ভাড়ার টাকা।


বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গুলশান ও বনানী শাখার কাছে ভবন ভাড়া দিয়ে বছরে ১২ কোটি ১২ লাখ টাকা আয় করছে ব্যাংকটির চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের পরিবার। বছরে গুলশান শাখার ভাড়া প্রতি বর্গফুট ৮ হাজার ৫৬৮ টাকা, আর বনানী শাখার ৪ হাজার ৮২৪ টাকা। যদিও ওই এলাকায় প্রচলিত দর ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ২০০ টাকা।


ব্যাংকটির গুলশান শাখা ৯ বছর ও বনানী শাখা ৬ বছরের চুক্তিতে ডা. ইকবালের মালিকানাধীন ভবনে ফ্লোর ভাড়া নিয়েছে। এ সময়ে শাখা দুটির ভাড়া বাবদ ব্যয় হবে ৯৮ কোটি ৯১ লাখ টাকা, যা ওই এলাকার প্রচলিত ভাড়ার চেয়ে তিন গুণ বেশি। অস্বাভাবিক এমন ভাড়ার তথ্য সমকালের অনুসন্ধানে মিলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us