অ্যাঞ্জেলো ম্যাথুস তখন ১৯৯ রানে অপরাজিত। অফ স্পিনার নাঈম হাসান ১৫৩তম ওভারের শেষ বলটা করার আগে শ্রীলঙ্কা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে চাপে ফেলতে ফিল্ডিংয়ে কিছুটা পরিবর্তন আনলেন। বাইরে থাকা মিড অন, মিড অফ ও মিড উইকেটকে ৩০ গজে এনে সিঙ্গেল নেওয়াটা কঠিন করে তোলাই ছিল নাঈমের লক্ষ্য।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল শতক থেকে এক রান দূরে থাকা ম্যাথুসকে যেন ঘিরে দাঁড়ালেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। অভিজ্ঞ ম্যাথুসও মুহূর্তের জন্য চাপটা অনুভব করলেন। তাতে মনোযোগও হারালেন তিনি। নাঈমের করা লেগ স্টাম্প লাইনের বলটি ক্রিজ ছেড়ে লেগ সাইডে ঠেলে খেলতে গিয়ে ক্যাচ তোলেন স্কয়ার লেগে থাকা সাকিবের হাতে।