আন্দোলনের ঘোষণা কংগ্রেসের, তাতে রোগ সারবে কি?

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৫:৩৪

২০১৪-র লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর আট বছর কেটে গেছে। রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ভোটে জয়ের পর আর সেরকম কোনো বড় নির্বাচনী সাফল্য পায়নি কংগ্রেস। এর মধ্যে মধ্যপ্রদেশ হাতছাড়া হয়ে গেছে। একের পর এক নেতা দল ছেড়েছেন।


সম্প্রতি উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। কংগ্রেসের মধ্যে বিক্ষুব্ধ নেতারা, যাদের জি২৩ বলে ডাকা হয়, তারা কার্যত বিদ্রোহ করেছেন। রাহুল গান্ধী রাজনীতিতে কতটা সিরিয়াস, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিপ্রেক্ষিতে প্রথমে ভোটকৌশলী প্রশান্ত কিশোর বা পিকে-র সঙ্গে গান্ধী পরিবার ও প্রবীণ নেতাদের আলোচনায় বসা, তারপর উদয়পুরে এই চিন্তন শিবিরের আয়োজনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তিনদিন ধরে কংগ্রেস নেতারা বহু আলোচনার পর বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us