বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির শৈশব, কৈশোর কেটেছিল খুব সাদামাটা। টাকাপয়সার দেখা খুব একটা পাননি। কৃষক বাবার সংসারে আর্থিক অনটন লেগেই ছিল। তবে এসব নিয়ে মোটেও হতাশ কখনো ছিলেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দিনগুলো স্মরণ করে তিনি বললেন, সুখী ও স্বচ্ছন্দ জীবনের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। এমনকি জীবনে তিনি দামি গাড়ি বা বিশাল বাড়ি কেনার জন্য ঋণ নেননি।
২০০৪ সালে ‘রান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় পঙ্কজ ত্রিপাঠির। পরে ২০০৬ সালে অভিনয় করেন ‘ওমকারা’ ছবিতে। ‘রাবণ’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘দাবাং টু’, ‘ফুকরে’, ‘সিংহাম রিটার্নস’, ‘বেরিলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’, ‘লুডু’, ‘মিমি’, ‘গুঞ্জন সাক্সেনা’ ও ‘বচ্চন পান্ডে’ ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। ‘ক্রিমিনাল জাস্টিস’ ও ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন।