যদি ভেবে থাকেন বিনোদনশিল্পের (এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি) মধ্যে খেলাধুলা, সিনেমা কিংবা গানের রাজত্ব সবচেয়ে বড়, ভুল করবেন। টাকাপয়সার বিবেচনায়ও গেমিং এখন বিশ্বের সবচেয়ে বড় বিনোদনশিল্প।
এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে গেমাররাও আয় করছেন নানাভাবে। বাংলাদেশে গেমিংয়ের চর্চা খুব বেশি দিনের নয়। তবে আমাদের দেশেও অনেক তরুণ এখন পেশাদার গেমার হওয়ার কথা ভাবছেন। গেমিং থেকে আয়ের নানা খাত আছে। কয়েকটি সম্পর্কে আলোচনা করা যাক।