কুমিল্লা সিটি করপোরেশন, তিন উপজেলা, ছয় পৌরসভা এবং অষ্টম ধাপে ১৪০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকালে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। কয়েকটি স্থানে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কেউ গেল নির্বচানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন, কারও বিরুদ্ধে অভিযোগ-বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছেন। এছাড়া একজনের বিরুদ্ধে অর্থ অত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নাজিরপুর (পিরোজপুর) : উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা উপজেলা যুবলীগের সহসভাপতি মো. কবির হোসেন বাহাদুরকে। বিষয়টি নিয়ে উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও নৌকার মনোনয়নপ্রত্যাশী মো. নাজমুল হুদা স্বপনসহ একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।