প্রশাসক নিয়োগ আ.লীগের প্রতিশ্রুতির সঙ্গে ‘সাংঘর্ষিক’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৯:০৪

দেশের ৬১টি জেলা পরিষদে ‘প্রশাসক’ নিয়োগ সংবিধানের লঙ্ঘন, গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মতামত দিয়েছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে জেলা পরিষদের মেয়াদ শেষ হলে পরবর্তী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


গত ২৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এ অবস্থায় জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত এ আইনের ধারা ৭৫-এর প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us