আড়াই মাস আগেও দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীতে ছিল ঠাসাঠাসি। একটি শয্যা পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে দেখা যেত রোগীর স্বজনদের। কিন্তু চিত্র পাল্টে গেছে। বেশির ভাগ হাসপাতালে এখন কোনো রোগীই নেই।
মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন নির্দেশনা চলমান থাকলেও নেই কঠোর কোনো বিধিনিষেধ। ফলে সাধারণ মানুষও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। রোগী কমে যাওয়ায় হাসপাতালের নির্ধারিত শয্যাও কমিয়ে আনা হচ্ছে। কিন্তু করোনার উৎপত্তিস্থল চীন, প্রতিবেশী ভারত ও উত্তর কোরিয়ায় কিছুদিন ধরে পরিস্থিতি নতুন করে জটিল হতে থাকায় দেশেও নতুন ঢেউয়ের শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা।