উত্তর কোরিয়ায় প্রকট আকার ধারণ করেছে করোনা। দেশটির পাঁচ লাখের বেশি মানুষ জ্বরে ভুগছেন। আজ শনিবার জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন। এমন পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং–উন। খবর বিবিসি ও এএফপির।
গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের খবর সামনে আনে উত্তর কোরিয়া সরকার। রাজধানী পিয়ংইয়ংয়ে অমিক্রনে আক্রান্ত ওই রোগী শনাক্ত হয়। এরই মধ্যে করোনার বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনের আদেশ দিয়েছেন কিম।
উত্তর কোরিয়ার কোনো নাগরিক করোনায় আক্রান্ত হননি বলে দুই বছর ধরে দাবি করে আসছিল সরকার। বিশ্বে করোনা মহামারি শুরুর পর থেকেই কঠোর বিধিনিষেধ জারি করেছিল দেশটি। এর জেরে তীব্র আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় পিয়ংইয়ংকে।