সীমাহীন জনদুর্ভোগের জন্য আওয়ামী লীগ দায়ী: গণফোরাম

সমকাল প্রকাশিত: ১৪ মে ২০২২, ১৭:৩০

দেশে দখলদারিত্ব, বিচারহীনতা ও গণতন্ত্রহীনতায় অস্থিতিশীল বিশৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ দিনযাপন করছেন বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতারা। 



তারা বলেছেন, রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা ও সীমাহীন জনদুর্ভোগের জন্য অবৈধভাবে রাতের ভোটে ক্ষমতা দখল করা আওয়ামী লীগ সরকার দায়ী।


শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।


গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘সারাজীবন দেখছি নির্বাচন যখন ঘনিয়ে আসে কেউ কেউ রাজনৈতিক জোট বা মোর্চার জন্য হুলস্থুল শুরু করে। নির্বাচন সামনে রেখে জোট হবে কিন্তু বর্তমান দখলদার সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই। তাই আমরা গণফোরাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকব।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us