আন্না ডেনিয়েলি তাঁর পোষা বিড়ালের জন্য আদালতে লড়াই করেছেন। এক কিংবা দুই দিন নয়। তিন বছর তাঁকে লড়তে হয়েছে আদালতে। তবে শেষমেশ তাঁর বিড়ালের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্ষতিপূরণ পেয়েছেন তিনি। অল্পস্বল্প নয়, সোয়া লাখ মার্কিন ডলার পেয়েছেন তিনি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। খবর এনডিটিভির
আন্না ডেনিয়েলির বিড়ালটির নাম মিসকা। তাঁর বিড়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল, মিসকা প্রতিবেশীদের বাড়িতে ঘুরে বেড়ায় এবং পোষা প্রাণীকে হেনস্তা করে। শুধু এই অভিযোগ প্রমাণিত না হওয়ার জন্য আন্না পেয়েছেন ৩০ হাজার ডলার। এই অর্থ অবশ্য সেই সোয়া লাখ ডলারের ভেতরেই রয়েছে।