গ্যাস্ট্রিকসহ নানা ধরনের শারীরিক সমস্যা থেকে দূরে থাকতে খালি পেটে কিছু খাবার না খাওয়াই ভালো। জেনে নিন কোন খাবারগুলো খালি পেটে খাওয়া উচিত এবং কোনগুলো উচিত নয়।
যে খাবারগুলো খাবেন না খালি পেটে
অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খাবেন না খালি পেটে। এতে হজমের গণ্ডগোল দেখা দিতে পারে।
সকালের নাস্তায় ফলের রস খেতে পারেন। তবে খালি পেটে খাবেন না। ফ্রুকটোস সমৃদ্ধ ফলের রস খালি পেটে খেলে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
সাইট্রাস ফল যেমন কমলা, মাল্টা, লেবু এগুলো খালি পেটে খেলে মেটাবোলিজম প্রসেস কমে যায়। হতে পারে অ্যাসিডিটির সমস্যাও।
কাঁচা সবজি দিয়ে তৈরি সালাদ খেতে চাইলে সকাল বাদে অন্যান্য যেকোনো সময় খান। সারারাত না খেয়ে থাকার পর খালি পেটে কাঁচা সবজি খেলে এতে থাকা শক্তিশালী ফাইবার হজমে বেগ পোহাতে হয় পাকস্থলীকে।