সাকিব আল হাসান যেন থেকেও নেই! এমনিতেই টেস্ট ক্রিকেটে পাওয়া যায় না বাঁহাতি অলরাউন্ডারকে। গত দক্ষিণ আফ্রিকা সফরে দলে থাকলেও পারিবারিক কারণে সাদা পোশাকে মাঠে নামতে পারেননি। এবার শ্রীলঙ্কা বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলার কথা ছিল তার। কিন্তু দলে যোগ দেওয়ার আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। টেস্ট শুরু ১৫ মে, তার দুই দিন আগে সেরে উঠেছেন বটে, তবে এখনো খেলার জন্য শারীরিকভাবে ফিট হতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন, সাকিবকে চট্টগ্রাম টেস্টের একাদশে পাওয়া যাবে না ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আজ শুক্রবার দলীয় অনুশীলনের ফাঁকে হেড কোচ রাসেল ডমিঙ্গোর দিয়েছেন একই রকম আভাস। সাকিবের বিকল্পও ভেবে ফেলেছে স্বাগতিক শিবির। সেক্ষেত্রে ইয়াসির আলি রাব্বিকে টপকে এগিয়ে মোসাদ্দেক হোসেন।