গ্লাসগোর পরিবহন মিউজিয়াম স্থানীয় মানুষকেও টানে

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৩ মে ২০২২, ১৫:০২

২০১১ সালে স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহরে ক্লাইড নদীর তীরে সাবেক শিপইয়ার্ডের জমিতে নতুন পরিবহণ মিউজিয়াম গড়ে উঠেছে৷ স্টুয়ার্ট টমসন গ্লাসগো শহরের সেই রিভারসাইড মিউজিয়ামের ম্যানেজার৷ তিনি বলেন, ‘‘এই মিউজিয়াম গ্লাসগোর সব ইতিহাস তুলে ধরছে৷ পরিবহণ, পাতালপথ, জাহাজ নির্মাণের ইতিহাস এখানে আছে৷’’ ঢেউয়ের মতো দেখতে ভবনটির ডিজাইন করেছেন ব্রিটিশ-ইরাকি তারকা স্থপতি জাহা হাদিদ৷ ২০১৬ সালে তার মৃত্যু হয়৷


তার অভিনব অবদান সম্পর্কে টমসন বলেন, ‘‘মিউজিয়ামে এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজারেরও বেশি বস্তু প্রদর্শন করার জন্য বাড়তি জায়গা সৃষ্টি করা ছিল জাহার অন্যতম চ্যালেঞ্জ৷ সে কারণে জাহা এই ‘ওয়াল অফ কার্স’ ডিজাইন করেছেন৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us